রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ক্যাটরিনাকে বলে দিয়েছি, ও কাজ করবে; আমি বাচ্চা সামলাব: ভিকি

ক্যাটরিনাকে বলে দিয়েছি, ও কাজ করবে; আমি বাচ্চা সামলাব: ভিকি

দাম্পত্য জীবনের দুই বছর পার করে ফেলেছেন ভিকি ও ক্যাটরিনা। সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। এ খবরের সত্যতা জানতে চাইলে ভারতীয় এক সাংবাদিককে ভিকি হেসে জানান, ‘এসব  রটনা। সত্যি হলে আমি কি এভাবে চুপ করে বসে থাকতাম। আমিই সবচেয়ে বেশি লাফালাফি করতাম। সবাইকে এই খবর জানানোর জন্য আমি উতলা হয়ে উঠতাম।’ কথায় কথায় ভিকি জানান, তিনি শিশুদের খুব ভালোবাসেন। ভিকি বলেন, ‘আমি সারা দিন বাচ্চাদের সঙ্গে কাটাতে পারি। ক্যাটরিনাকে বলেই দিয়েছি, ও কাজ করবে; আমি বাচ্চার সঙ্গে সারা দিন হইহুল্লোড় করব। বাবা হিসেবে আমি ভালো হব বলেই বিশ্বাস।’ 

মূর্তি ভাঙা, আগুন দেওয়াই কি ছিল আন্দোলনের উদ্দেশ্য: স্বস্তিকা

মূর্তি ভাঙা, আগুন দেওয়াই কি ছিল আন্দোলনের উদ্দেশ্য: স্বস্তিকা

প্রথম থেকেই বাংলাদেশ নিয়ে সরব ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কোটা সংস্কারের আন্দোলনরত ছাত্রদের সমর্থনে ছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের অপসারণের দাবিতে যখন বাংলাদেশ অগ্নিগর্ভ রূপ নিয়েছে, তখনও সমাজমাধ্যমে সরব ছিলেন অভিনেত্রী। কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পরেও অশান্তি কমেনি প্রতিবেশী দেশে। এ বার সেই বিষয়ে মুখ খুললেন স্বস্তিকা। স্বস্তিকা প্রশ্ন তোলেন, “মূর্তি ভাঙা, মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন দেওয়া, এই কি ছিল কোটা আন্দোলনের উদ্দেশ্য? মুক্তিযুদ্ধ তো জেনেছিলাম সকল বাংলাভাষী মানুষের প্রাণের মূল্যের সমান। কী ভাবে আপনারা এক জন স্বৈরশাসককে হটাতে গিয়ে, এই মুক্তিযুদ্ধকে আঘাত করলেন?