লিবিয়ায় নিয়ে মুক্তিপণ দাবিতে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার
ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে আটকে রেখে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে সালথা উপজেলার শাকিল মিয়া নামে এক তরুণের ওপর নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা রামকান্তুপুর গ্রামের দিনমজুর মো. টিটুল মিয়া বৃহস্পতিবার বিকালে মানবপাচার দমন আইনে সাতজনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার পর মানবপাচার দলের প্রধান মুকুল ঠাকুরের মেয়ের জামাই এসএম শাকিল হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিল সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং বিভাগদী গ্রামের মৃত নওফেল মাতুব্বরের ছেলে। ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশা করছি, ভিকটিম শাকিলকে দ্রুত উদ্ধার করতে পারব।
উল্লেখ্য, অভাবের সংসারে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পড়াশোনা বাদ দিয়ে চার মাস আগে প্রতিবেশি মুকুল ঠাকুর নামে এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালির উদ্দেশে রওয়ানা হন শাকিল মিয়া। কিন্তু দালালরা তাকে ইতালির বদলে লিবিয়ায় নিয়ে যান। সেখানে বেশ কয়েকদিন ধরে তাকে আটকে রেখে আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্মম নির্যাতন চালাচ্ছেন।