ব্যাংকে চুরিতে বাধা দেওয়ায় নৈশ প্রহরীকে খুন: পিবিআই
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গজরা বাজারে কৃষি ব্যাংকে চুরি করতে বাধা দেওয়ায় প্রেমিক যুগলের পরিকল্পনায় নৈশ প্রহরীকে হত্যা করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই।
এ ঘটনায় আটক একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে শনিবার দুপুরে জানিয়েছেন পিবিআই চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।
তিনি জানান, প্রেমিকা মিলি আক্তার ও তার সহযোগী মো. সজিব হোসেনকে আটক করা হয়েছে। প্রেমিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটকদের আদালতে তোলা হবে।
আটক সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে গজরা বাজারের পাশে একটি পুকুর থেকে ব্যাংকের ভল্ট কাটার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মোস্তফা কামাল।
২৪ ফেব্রুয়ারি কৃষি ব্যাংকের ছাদ থেকে নৈশ প্রহরী শাহাদাত হোসেনের হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ঘটনায় মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করে শাহাদাতের পরিবার।