মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ১০ এপ্রিল ২০২৪

পদ্মায় ছেলেকে বাঁচাতে গিয়ে ভেসে গেলেন বাবা

পদ্মায় ছেলেকে বাঁচাতে গিয়ে ভেসে গেলেন বাবা

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। আজ বুধবার বিকেলে চরভদ্রাসন ইউনিয়নের গোপালপুর ঘাট থেকে প্রায় ৭০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শাহাদাত খানের (৫৩) বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। তিনি সপরিবারে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত শাহাদাত খানকে পাওয়া যায়নি।

শাহাদাত খান তাঁর ছোট ছেলে হাফিজুর রহমান ওরফে সিয়াম (১৬) এবং ভাতিজা তানভীর খানকে নিয়ে আজ বিকেলে গোপালপুর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যান। হাফিজুর জানায়, সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে সে নদীর স্রোতে ভেসে যেতে থাকে। এ সময় বাবা (শাহাদাত) তাকে উদ্ধার করতে নদীতে নামেন। নদীর পাড়ে আসার সময় একটি নৌকার জেলেরা প্রথমে তাকে উদ্ধার করেন। কিন্তু তার বাবা নদীর স্রোতে ভেসে যান।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মুর্তজা ফকির আজ সন্ধ্যায় বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে আসেন এবং নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত শাহাদাত খানের খোঁজ পাওয়া যায়নি। নদীতে তীব্র স্রোত। এ জন্য কত দূরে তিনি (শাহাদাত) ভেসে গেছেন, তা বোঝা যাচ্ছে না। কাল ভোর থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে। 

সর্বশেষ

জনপ্রিয়