শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রাহায়ণ ১৪৩১

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ এপ্রিল ২০২৪

দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল দম্পতির, সন্তান হাসপাতালে

দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল দম্পতির, সন্তান হাসপাতালে

নওগাঁ সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি মৃত্যু হয়েছে; এ সময় তাদের এক ছেলে সন্তানসহ দুইজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সদরের সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের উপসহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান।

নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালি গ্রামের আকরামের ছেলে এনামুল হক (৪০) ও তার স্ত্রী মোছা. বৃষ্টি খাতুন (৩২)। এনামুল হক আনসার সদস্য ছিলেন।  

আহতরা হলেন- নিহত এনামুলের পাঁচ বছর বয়সি ছেলে জুনাইদ ইসলাম এবং আরেক মোটরসাইকেলের আরোহী সিরাজুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে উপসহকারী পরিচালক মাহমুদুল বলেন, ছেলে সন্তানসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়।

“এতে তারা সড়কে ছিটকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি পিক আপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।“

তিনি বলেন, আহত শিশু ছেলে জুনাইদ এবং আরেক মোটরসাইকেলে আরোহীকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত শিশু জুনাইদ এবং আরেক মোটরসাইকেলের আরোহীকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা দুজনেই চিকিৎসাধীন রয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়