মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৫, ২২ এপ্রিল ২০২৪

গাছের সঙ্গে লেগে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১

গাছের সঙ্গে লেগে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাসের ছাদ উড়ে গেছে। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান।

নিহত ২৪ বছর বয়সী আল শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, “পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের পুরো ছাদ উড়ে যায়।

“এ সময় আহত অবস্থায় আট যাত্রীকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসক আল শামীমকে মৃত ঘোষণা করেন। ”

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

সর্বশেষ

জনপ্রিয়