মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ৫ মে ২০২৪

আপডেট: ১৯:২১, ৫ মে ২০২৪

কিশোরগঞ্জে ঝড়ে গাছ পড়ে ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা নিহত

কিশোরগঞ্জে ঝড়ে গাছ পড়ে ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রচণ্ড ঝড়ের মধ্যে ঘরে গাছ পড়ে এক অন্তঃসত্ত্বা নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার নিয়ামতপুর গ্রামে শনিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান।

মৃতরা হলেন-ওই গ্রামের ঘোনারবাড়ী গ্রামের কৃষক আব্দুল কাইয়ুমের স্ত্রী রুপতারা বেগম (৪৫) ও তার ছেলে তাইজুল (৫)।রুপতারা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার স্বামী জানিয়েছেন।

ওসি বলেন, “রাতের খাবার খেয়ে নিজেদের দোচালা টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন রুপতারা ও তার ছেলে তাইজুল। রাত ১২ টার দিকে কালবৈশাখী শুরু হলে আব্দুল কাইয়ুমের বাড়িতে গাছ ভেঙে পড়ে।

“এ সময় ঘরটি দুমড়ে-মুচড়ে গিয়ে তার ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যায় এবং স্ত্রী রুপতারা বেগম গুরুতর আহত হন।”

পরে রুপতারাকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।  

নিহতের লাশ দুপুরে দাফন করা হয়েছে জানিয়ে ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়