শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নাটোরের বাগাতিপাড়ায় এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ২ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। রোববার (৩ মার্চ) বিকাল ৪টায় স্কুল ছুটির পর তাকে এই নির্যাতন করার অভিযোগ উঠেছে।
স্কুল ছুটির পর মোটরসাইকেলে নাটোর শহরের বাসায় ফিরছিলেন বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাদল উদ্দিন। পথে ক্ষিদ্র মালঞ্চি এলাকায় সাদা পোশাকে থাকা তিনজন তার গতি রোধ করে। এরমধ্যে দুইজন নিজেদের পুলিশ কনস্টেবল পরিচয় দিয়ে নানাভাবে শিক্ষককে নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে শিক্ষকের হাতে হ্যান্ডকাপ পড়িয়ে তার দুই পায়ে লোহার পাইপ দিয়ে বেধড়ক পেটায় তারা।
পরে স্থানীয় লোকজন শিক্ষককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী হাসপাতালে গিয়ে আহত শিক্ষকের সঙ্গে কথা বলেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
স্কুল ম্যানেজিং কমিটির বিরোধে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা আহত শিক্ষকের।