কেন্দ্রের বাইরে ব্যালট পেপার সরবরাহ, প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ২
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে বাইরে ব্যালট পেপার সরবরাহ করায় এক প্রিজাইডিং কর্মকর্তা ও চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার কামেশ্বর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এ ঘটনা ঘটে বলে গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা জানান।
গ্রেপ্তাররা হলেন- ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাহজাহান হোসেন এবং আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবির এজেন্ট ইমদাদুল হক। ইউএনও বলেন, ব্যালট পেপার বাইরে সরবরাহের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র বলেন, “প্রিজাইডিং কর্মকর্তা সাহজাহান ও আনারস প্রতীকের এজেন্ট এমদাদুল মিলে চেয়ারম্যান প্রার্থীর তিনশ, ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ব্যালট পেপার নিয়ে বাইরে আসেন এবং সিল মারেন।”
খবর পেয়ে সিল মারা ব্যালট পেপার, ব্যালটের মুরি এবং ৫০ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।