মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫২, ৪ মার্চ ২০২৪

আপডেট: ১১:৫৩, ৪ মার্চ ২০২৪

মাটি খুঁড়ে হাতির হাড় উদ্ধার

মাটি খুঁড়ে হাতির হাড় উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পুঁতে রাখা মৃত হাতির হাড়গোড় উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার রাইখালী ইউনিয়নে ডংনালা এলাকায় মাটি খুঁড়ে এসব উদ্ধার করে বন বিভাগ। বন বিভাগের ধারণা, হাতিটি হত্যা করে গর্ত করে মাটিচাপা দেওয়া হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রোববার সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে রাইখালী ইউনিয়নের ডংনালার চন্দনি পাড়া এলাকায় অনুসন্ধান চালান। এ সময় একটি পাহাড়ের মাটি খুঁড়ে গর্ত থেকে হাতির নিচের চোয়ালের অংশ, পায়ের হাড়সহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেন তাঁরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে হাতির হাড়গোড়সহ হাতির বিভিন্ন অংশ খুঁজে পাওয়া যায়। কিছু দুষ্কৃতকারী বন্য হাতি হত্যা করে মাটিতে পুঁতে রেখেছিল বলে তাদের ধারণা। উদ্ধার করা হাতির হাড়সহ অন্যান্য অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা পশু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বন বিভাগ আইনি ব্যবস্থা নেবে।

সর্বশেষ

জনপ্রিয়