নাটোরে বাবার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল মেয়ের

নাটোরের সিংড়ায় খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সড়কে পড়ে যান বাবা-মেয়ে। এ সময় একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলে কিশোরী মেয়েটি নিহত হন।
সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, সিংড়া থানার ওসি আবুল কালাম।
নিহত তৃষা রাণী (১৪) উপজেলার বাগাতিপাড়ার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে।
আহত তাপস কুমারকে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি আবুল কালাম বলেন, সকালে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে সিংড়া থেকে বাগাতিপাড়া যাচ্ছিলেন তাপস কুমার। পথে নিংগইন এলাকায় সড়কের খানাখন্দে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে সড়কে পড়ে যায়। এমন সময় নাটোরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় তৃষা রাণী।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান ওসি আবুল কালাম। তিনি আরও বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়েছেন।