মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ১৮ মে ২০২৪

টাঙ্গাইলে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের

টাঙ্গাইলে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব আলী।

নিহতরা হলেন- দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের নুরু শেখের ছেলে আফজাল হোসেন (৫২) এবং একই গ্রামের আয়নাল হকের ছেলে আমির হোসেন (৫০)। তারা সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান সোহরাব জানান, এক সপ্তাহ ধরে আফজাল ও আমির উপজেলার আউলিয়াবাদ বাজারে ঘর ভাড়া নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ করছিলেন।

শনিবার ভোরে নোয়াবাড়ি গ্রামে হযরত আলীর ক্ষেতে ওই দুজনসহ চার শ্রমিক ধান কাটছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে শ্রমিকরা বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে আফজাল ও আমির ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বজনরা অপমৃত্যু মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কালিহাতী থানার এসআই রাজীব।

সর্বশেষ

জনপ্রিয়