বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রাহায়ণ ১৪৩১

গাজীপুরের প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৩, ৫ মার্চ ২০২৪

আপডেট: ১০:৪৩, ৫ মার্চ ২০২৪

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধি ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি  হয়।

পরে পুলিশ ঘটনাস্হল এসে সমঝোতার ভিত্তিতে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধি,  নতুন বেতন কাটামো বাস্তবায়ন  এবং  সঠিক সময়ে বেতন প্রদানের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। সময় মতো বেতন না দেওয়ার কারণে আমরা বাড়ি বাড়া দিতে না পাড়ার কারণে বাড়ির মালিকদের কাছে নাজেহাল হচ্ছি।

শ্রমিক আন্দোলনে মহাসড়ক অবরোধের পর শিল্প পুলিশ, থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকরা আবারও মহাসড়কে অবরোধ তৈরি করে। পরে সকাল ৮টায় শ্রমিক বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ

জনপ্রিয়