রোববার   ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রাহায়ণ ১৪৩১

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ২২ মে ২০২৪

নীলফামারী শহরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

নীলফামারী শহরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বুধবার সোয়া ১২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানান ব্যবসায়ীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌরঙ্গী মোড়ে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের বন্ধ থাকা চেম্বার থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের পাঁচটি দোকানঘর, ঘরে রক্ষিত মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্ত বৈশাখী সুইটসের মালিক সুশান্ত জোয়ারদার বলেন, ‘আমার দোকানের পাশে বন্ধ থাকা আমিনুর রহমানের হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দুই মিনিটের মধ্যে  পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আমার দোকানের সাতটি ফ্রিজ, অন্যান্য মালামাল পুড়ে যায়’। ওই অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

নীলফামারী দমকল বাহিনীর জেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিয়াজ উদ্দিন বলেন, ‘দমকল বাহিনীর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্ঠায় আগুন নেভানো সম্ভব হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ চললে’।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভিরুল ইসলাম বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে আগুনের খবর পাই। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে’।
 

সর্বশেষ

জনপ্রিয়