রোববার   ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রাহায়ণ ১৪৩১

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩০, ২৯ মে ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন

নীলফামারী সদরে আবুজার চেয়ারম্যান নির্বাচিত

নীলফামারী সদরে আবুজার চেয়ারম্যান নির্বাচিত
বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান মো. আবুজার রহমান

নীলফামারী সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবুজার রহমান। আনারস প্রতিকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৫৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা স্বেচ্ছাসেব লীগের সাবকে সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চন্দ্র চক্রবর্তী ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৮ হাজার ৪৬ ভোট। বুধবার নির্বাচন শেষে রাতে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়।

চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে জেলা ওয়ার্কাস পাটির সভাপতি তপন কুমার রায় হাতুড়ি প্রতিকে  তিন হাজার ৬০৭ ভোট এবং জেলা জাতীয় পাটির সদস্য মো. তরিকুল ইসলাম লাঙ্গল প্রতিকে এক হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জ্যোর্তিময় রায়। টিয়া পাখি প্রতিকে তিনি পেয়েছেন ২২ হাজার ৪৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব হর্ষ বর্ধন রায় চশমা প্রতিকে পেয়েছেন ২২ হাজার ৯৬ ভোট। পদটিতে প্রতিদ্বন্দ্বীতা করেছেন পাঁচ প্রার্থী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি বর্তমান ভঅইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী। প্রজাপতি প্রতিকে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুব মহিল লীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. আরিফা সুলতানা লাভলী ফুটবল প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ৫০ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন চার প্রার্থী।

উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৩ হাজার ৭৩৪। সেখানে পড়েছে ৮৩ হাজার ৭০৩ ভোট। ভোটের শতকরা হার ২৩ ভাগ।

সর্বশেষ

জনপ্রিয়