বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রাহায়ণ ১৪৩১

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০২, ২ জুন ২০২৪

স্ত্রী ও সন্তানের গলা কেটে মারার পর নাটক, স্বামী গ্রেফতার

স্ত্রী ও সন্তানের গলা কেটে মারার পর নাটক, স্বামী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মা ও তাঁর এক বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের হত্যার অভিযোগে শিশুটির বাবাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতের কোনো একসময় বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে এই হত্যার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন মা আশামণি (২০) ও তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। অভিযুক্ত সেনাসদস্য আজিজুল হক (২৩) চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে।

শাজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আজিজুল হক তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রীযাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো একসময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজ ও কালকে বলেন, স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন আজিজুল হক। পরে হোটেল কক্ষে এসে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আজিজুল হককে আটক করে।
 

সর্বশেষ

জনপ্রিয়