বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ৬ জুন ২০২৪

প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগসহ সর্বজনীর পেনশন স্কীম প্রচারে মহিলা সমাবেশ

প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগসহ সর্বজনীর পেনশন স্কীম প্রচারে মহিলা সমাবেশ

নীলফামারীতে প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগসহ সর্বজনীর পেনশন স্কীম প্রচারে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে জেলার ডোমার উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রকল্পের আওতায় সমাবেশের আয়োজন করে জেলা তথ্য দপ্তর।

সমাবেশে প্রধান অীতথির বক্তৃতা দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। ভার্চ্যুয়ালী মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহন করেন গণ যোগাযোগ অধিদপ্তরে পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার। এসময় জেলা তথ্য কর্মকর্তা মো. তানজির আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সোনারায় ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফিরোজ, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত রায় প্রমুখ।

জেলা তথ্য কর্মকর্তা মো. তানজির আহমেদ জানান, প্রান্তিক পর্যায়ে সরকারের উন্নয়ন প্রচারে ওই সমাবেশের আয়োজন করা হয়। আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সর্বজনীন পেনশন, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতার বিষয়গুলো তুলে ধরা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়