নবদম্পতি কক্সবাজার ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্বামীর

মাত্র আট দিন আগে গোপনে বিয়ে করে প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় তছলিমা ও নুরুল কাদেরের। রোববার সন্ধ্যায় কক্সবাজারের মেরিন ড্রাইভের বেইলি হ্যাচারির পেছনের সমুদ্রসৈকতে ঘুরতে যায় এই নবদম্পতি। আর সেখানেই ছুরিকাঘাতে প্রাণ গেল নুরুল কাদেরের।
স্ত্রী তছলিমা বেগম জানান, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ চারজন ছিনতাইকারী এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার স্বামীকে। আর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
কক্সবাজারের কলাতলীর তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হ্যারিটেজে একই সঙ্গে কর্মরত ছিলেন এই নবদম্পতি।
ওই হোটেলের সহকর্মীরা জানান, ঘটনার পর তছলিমা নুরুল কাদেরের আরেকটি মোবাইল ফোন থেকে ফোন দিয়ে তার স্বামীকে ছুরিকাঘাত করার খবর জানান। এর পর সহকর্মীরা নুরুল কাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।
হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের এক কর্মকর্তা জানান, নিহতের পরিবারের পরামর্শেই তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী তছলিমাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে ছিনতাই নাকি ভিন্ন কোনো কারণে এ হত্যাকাণ্ড তা নিয়ে তদন্ত করে দেখার কথা জানান সহকর্মীরা।
কক্সবাজার সদর থানার ওসি রাকিবুজ্জামান জানান, জড়িতদের ধরতে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।