ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে দাশুরিয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পরিদর্শক মনিরুল বলেন, “প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”