মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৫৮, ৯ জুলাই ২০২৪

আপডেট: ০৮:০০, ৯ জুলাই ২০২৪

বগুড়ার বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ার বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ার বনানীতে দূরপাল্লার বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনায় মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনলে তাদেরকে মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ৮ জন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
 

সর্বশেষ

জনপ্রিয়