মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫২, ১৯ আগস্ট ২০২৪

আপডেট: ১৬:২৪, ১৯ আগস্ট ২০২৪

উল্লাপাড়া ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনের মৃত্যু

উল্লাপাড়া ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই ছেলেসহ এক দম্পতির প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার ভোররাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজউদ্দিন জানান।

নিহতরা হলেন-রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) এবং তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছেন বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, “ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

“পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।”

আহত চালককে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পরই ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়