মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৮, ৩০ আগস্ট ২০২৪

আপডেট: ২৩:২৯, ৩০ আগস্ট ২০২৪

প্রাণ-আরএফএল কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রাণ-আরএফএল কারখানার আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীর পলাশ উপজেলায় প্রাণ আরএফএল গ্রুপের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; যা আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ডাঙ্গায় কারখানাটির ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক সামগ্রী তৈরির ইউনিটে এ ঘটনা ঘটে বলে জানান পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদেকুল বারি।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ।

সাদেকুল বারি জানান, বিকালে আগুনের খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের দুটি, মাধবদী ফায়ার স্টেশনের দুটি ও নরসিংদী স্টেশনের তিনটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ছাড়া প্রাণ কোম্পানির নিজস্ব অগ্নিনির্বাপক দলও কাজ করেছে।

আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্লাস্টিক পণ্যসহ কারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

কারখানাটির যে অংশে আগুন লেগেছে, সেখানে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট, গ্লাস এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি করা হত বলে জানায় ফায়ার সার্ভিস।

সর্বশেষ

জনপ্রিয়