মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:১১, ৪ সেপ্টেম্বর ২০২৪

মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে জেনিভা ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, নিহত ১

মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে জেনিভা ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, নিহত ১

‘মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে’ রাজধানীর মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পে গোলাগুলির মধ্যে এক যুবকের প্রাণ গেছে। মো. সনু নামের ৩০ বছর বয়সী ওই যুবককে বুধবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সনুর মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সনু পেশায় একজন রিকশাচালক। সকাল ৮টার দিকে কিছু লোক জেনিভা ক্যাম্প এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়লে সনু গুলিবিদ্ধ হন বলে তার ভাগ্নে মোহাম্মদ সাকিব জানান।

কারা কী কারণে গোলাগুলি করেছে জানতে চাইলে তিনি বলেন, “গত কয়েকদিন ধরেই ক্যাম্প এলাকার ভেতরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি গ্রুপের মধ্যে গণ্ডগোল চলছে। গোলাগুলির ঘটনা ঘটছে অহরহ।”

মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসানও ক্যাম্প এলাকায় কয়েকটি গ্রুপের মধ্যে ঝামেলা চলার কথা বলেছেন। তিনি বলেন, “এরই মধ্যে আজ এই হত্যার ঘটনা ঘটল। আমরা অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।"
 

সর্বশেষ

জনপ্রিয়