রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৭ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১০:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৪

মাহমুদুর রহমান মান্না হাসপাতালে

মাহমুদুর রহমান মান্না হাসপাতালে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার গভীররাতে তিনি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়া বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ।

তিনি বলেন, ‘‘উনি হার্ট অ্যাটাক করেছেন, এখন উনাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত উনি শঙ্কামুক্ত নন।”

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে মান্নাকে গুম করে, পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মিথ্যা মামলায় তার দুই বছর কারাভোগ হয়েছে। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেসময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।”

তখনকার সরকার মান্নাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায় দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কারামুক্ত হবার পরও মান্নার পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারেননি।

দলীয় প্রধানের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে নাগরিক ঐক্য। গত ২ সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, যার প্রতীক কেটলি।

সর্বশেষ

জনপ্রিয়