শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২৪

দেশে ছয় বিভাগে বাড়তে পারে নদীর পানি

দেশে ছয় বিভাগে বাড়তে পারে নদীর পানি

দেশের বেশ কিছু অঞ্চলসহ ঢাকার ওপর দিয়ে গত কয়েক দিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। তবে পূর্বাভাস ছিল সপ্তাহ গড়ালে বৃষ্টিপাত হবে, হয়েছেও তাই। কয়েক দিনের তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি ঝরেছে। এতে তাপমাত্রা কমে স্বস্তি এলেও ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে যানবাহন সংকট, রিকশা ভাড়া বেশিসহ নানা সমস্যায় পড়তে হয় অনেককেই। তবে আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। আর জাপানের ভূ-উপগ্রহের তথ্যে শুক্র এবং শনিবারও বৃষ্টির পূর্বাভাস মিলেছে। 

ভারী বৃষ্টির কারণে দেশের ৬ বিভাগের নদনদীর পানি বাড়তে পারে। একই কারণে আগামী তিন দিন তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান  বলেন, রংপুরে পানি বেশি বাড়বে; যদিও বন্যা হওয়ার আশঙ্কা কম। আগামী তিন দিন তিস্তা অববাহিকায় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আগামী তিন দিনের মধ্যে রংপুর বিভাগে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তিনি জানান, দেশব্যাপী চলমান বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগে শনিবারও টানা বৃষ্টির শঙ্কা রয়েছে। এতে কিছু জেলা প্লাবিত হতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়