বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৫:১২, ৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:২৩, ৪ ডিসেম্বর ২০২৪

২ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু 

২ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু 

আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী বছরের ২ মার্চ থেকে।

আর ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজগুলো অধ্যক্ষদের বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে।”

গত কয়েকবছরে রীতিতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড একই দিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু করে।

সব বোর্ডের জন্য ফরম পূরণ শুরুর তারিখ ২ মার্চ ‘কার্যকর হবে’ বলে তপন কুমার জানিয়েছেন।

আগামী জুন মাসের শেষের দিকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার। একই তথ্য জানিয়েছিলেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারও।

তারা বলেছিলেন ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে।

সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়