বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৯:০৯, ৮ ডিসেম্বর ২০২৪

আগামী বছরের শুরুতে ডাকসু নির্বাচন

আগামী বছরের শুরুতে ডাকসু নির্বাচন

 আগামী বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। আজ রবিবার প্রক্টর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন আয়োজন করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। কারণ শিক্ষার্থীদের মতামত আমাদের জানতে বেশ বেগ পেতে হয়। ডাকসু নির্বাচন হলে এই প্রক্রিয়াটি আমাদের জন্য আরো সহজ হবে।’

প্রক্টর এ-ও বলেন, ‘তবে এখানে বেশ কিছু সমস্যা আছে। ডাকসুর রিফরমেশনের প্রয়োজন আছে। গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছে ছাত্রসংগঠনগুলো। ডাকসুতে ভিসির থাকা না থাকা নিয়েও কথা উঠছে।’

তিনি বলেন, ‘স্লোগান দেওয়া যাবে না, পোস্টার লাগানো যাবে না ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। তবে সব প্রতিবন্ধকতা ছাড়িয়ে আমরা জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকে ডাকসু আয়োজন করার কথা ভাবছি। ফেব্রুয়ারির প্রথম দিকে না হলেও ফেব্রুয়ারির মধ্যেই আয়োজন করার কথা ভাবা হচ্ছে।’

সর্বশেষ

জনপ্রিয়