প্রক্টরের পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল
ঢাবি’র টিএসসি সংলগ্ন মেট্রোরেলের পিলারে ঘৃণার প্রতীক হয়ে ওঠা শেখ হাসিনার একটি গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন একদল শিক্ষার্থী।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মিছিল টিএসসির পায়রা চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর, হল পাড়া ঘরে ভিসি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ভিসি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহিদুজ্জামান জ্যোতি বলেন, ‘শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ মুছে দিয়েছে প্রশাসন। আগের প্রশাসন আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করছে। এখনো তারাই এসব করে বেড়াচ্ছে। আমরা সংস্কার চাই।’ দায়িত্ব পালন করতে না পারলে প্রক্টরকে দায়িত্ব ছাড়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, ‘খুবই পরিকল্পিতভাবে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ মুছে ফেলার চেষ্টা করা হলো। আপনারা যদি ভুলের ওপরে ক্যাম্পাস চালাতে থাকেন, তাহলে আমরা কীভাবে ক্যাম্পাসে টিকব। যেদিন এই ক্যাম্পাসে একজন মানুষ খুন হয় সেদিনই প্রক্টর তার আসনে থাকার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন।’
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনার ওই ছবিতে লাল ছোপ দিয়ে তাতে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। ছবিটি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন লোক মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ছবি মুছতে গেলে শিক্ষার্থীরা বাধা দেন। পরে তারা জানতে পারেন, প্রক্টরের অনুমতিতেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসময় একটি পিলারে শেখ মুজিবুর রহমানের সম্পূর্ণ ছবি, অন্যটিতে শেখ হাসিনার ছবির মুখের অংশ মুছে ফেলা হয়।
পরে শিক্ষার্থীরা বাধা দিয়ে মোছা বন্ধ করেন এবং পুনরায় সেখানে শেখ হাসিনার ব্যঙ্গচিত্র আঁকেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এরপর তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।