রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ , ২১ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৩:৫১, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ০৯:৪৪, ৩ জানুয়ারি ২০২৫

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশ, এরপর শৈত্যপ্রবাহ

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশ, এরপর শৈত্যপ্রবাহ

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতি আরও দুই থেকে তিনদিন বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এরপর কুয়াশে কেটে শৈত্যপ্রবাহ দাপট দেখাতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।

বৃহস্পতিবার বজলুর রশীদ বলেন, “এরকম কুয়াশা আরও দুই-তিন দিন থাকবে। এই সময়ে ঠাণ্ডা এখনকার মতই থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা ক্রমশ কমে শৈত্যপ্রবাহ আসতে পারে।”

নতুন বছরের প্রথম দিন থেকেই যে শীত বাড়তে পারে, তার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এদিন বেলা গড়ালেও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি; সেই সঙ্গে আছে মৃদু হাওয়া।

বজলুর রশীদ বলেন, “জানুয়ারির ৬ থেকে ৭ তারিখের পর রাতের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।”

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলেও বুলেটিনে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত এক দিন ধরে দেশের চুয়াডাঙ্গা জেলা এবং পাবনার ইশ্বরদী উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

সাধারণত কোনো স্থানে তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে সেখান মৃদু শ্বৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এই সময়ে পাবনার ইশ্বরদীতে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির আশপাশে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৮ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ

জনপ্রিয়