মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ৪ জানুয়ারি ২০২৫

রূপপুর প্রকল্পের মিলল রুশ নারীর লাশ

রূপপুর প্রকল্পের মিলল রুশ নারীর লাশ

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রিনসিটির নিচ থেকে এক রুশ নারীর লাশ উদ্ধার করা হয়েছে; যিনি ওই প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী।

শনিবার ভোরে লাশটি উদ্ধার করা হয় বলে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান।

নিহত পুসতারুক কেসিনিয়া (৪০) প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ বলছে, ওই নারী গ্রিন সিটির ৯ নম্বর ভবনের চারতলার ৪২ নম্বর ফ্ল্যাটে স্বামীসহ থাকতেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ওসি শহিদুল ইসলাম বলেন, চার তলার ওই ফ্ল্যাটের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই রুশ নারী। খবর পেয়ে গ্রিন সিটির চিকিৎসক গিয়ে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, “রুশ নারীর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঘটনার কারণে এমনটা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

যদিও ওই নারীর স্বামীর সঙ্গে কথা বলার বরাত দিয়ে ওসি বলেন, পুসতারুক কেসিনিয়ার স্বামীর দাবি, রাতে ফ্ল্যাটে তারা দুজনই ছিলেন। তার সঙ্গে স্ত্রীর কোনো প্রকার ঝগড়া বা মনোমালিন্য হয়নি। রাতে তারা পাশাপাশি ঘুমিয়ে ছিলেন। ভোরে সজাগ হয়ে পাশে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ফ্ল্যাটের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে দেন কেসিনিয়াকে।

খবর পেয়ে গ্রিন সিটির চিকিৎসক গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী, সংশ্লিষ্ট থানার ওসি শহিদুল ইসলাম, রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

সর্বশেষ

জনপ্রিয়