খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কক্সবাজারে গুলি করে হত্যা
কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।
এই ঘটনায় জড়িত সন্দেহে খুলনার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখারকে আটক করা হয়েছে।
নিহত গোলাম রব্বানী (৫৫) খুলনার দৌলতপুর থানার বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে। মৃতদেহের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করেছে পুলিশ।
রব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
সৈকত থেকে গুলিবিদ্ধ রব্বানীকে হাসপাতালে নেওয়া অটোরিকশার চালক আব্দুস সালাম বাবু বলেন, “সি-গাল পয়েন্টের সামনে কাঠের সেতুর পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। দূর থেকে দেখি, এক ব্যক্তি ঢলে পড়ছেন। কিন্তু কারা তাকে মেরেছে দেখতে পাইনি।”
তাৎক্ষণিক গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে অটোরিকশায় করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
পুলিশ জানায়, খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের শার্টের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়।
এই ঘটনায় আটক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার খুলনার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের একটি হোটেল থেকে আটক করা হয়।
হোটেলে লিপিবদ্ধ তথ্যের বরাতে সাজ্জাদ হোসেন বলেন, ““ইফতেখার ও গোলাম রব্বানী বৃহস্পতিবার সকালে কক্সবাজারে আসেন। তাদের সঙ্গে এক নারীও হোটেলে ওঠেন, যিনি ঘটনার পর থেকে পলাতক।
“আমাদের হাতে হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে এসেছে। তাতে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারী ও গোলাম রাব্বানী হোটেল থেকে বেরিয়ে যান।”