ডিসি পদে ফের রদবদলের উদ্যোগ
দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যে জেলা প্রশাসক পদে ফের রদবদলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী মার্চের মধ্যে নতুন রদবদলের প্রথম ঢেউ মাঠ প্রশাসনে পড়বে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
গতবছরের অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তড়িঘড়ি করে ৬৪ জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল। তখন এই নিয়োগ নিয়ে আওয়ামী লীগ আমলে বঞ্চিতরা ক্ষোভ দেখান। আগের সরকারের সময়ের সমর্থক ও সুবিধাভোগীরাই ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন বলে বঞ্চিতরা অভিযোগ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিঞা মঙ্গলবার বলেন, “ডিসি পদে রদবদলের জোর কার্যক্রম চলছে।
“এবার সৎ, যোগ্য, দক্ষদের ডিসি হিসেবে বেছে নেওয়া হবে। মাঠে যারা ইতোমধ্যেই বিতর্কিত হয়েছে তাদের সরিয়ে আনা হবে।”
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, প্রথম ধাপে ২৬ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল হচ্ছে। বর্তমানে জেলা প্রশাসক পদে ২৪ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ২৬ জন আর ২৭ ব্যাচের ১২ জন কর্মরত আছেন।
২৪ ব্যাচের কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির ফিটলিস্ট হচ্ছে। এই ব্যাচের সবাইকে মার্চের মধ্যে সরিয়ে নেওয়ার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান বলেন, “অতীতে বিভিন্নভাবে বঞ্চিত কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দিতে এবার ফিটলিস্টে কিছুটা শিথিলতা আনা হবে।
“প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মাঠ প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলেও ডিসি হতে পারবেন। তবে মাঠ প্রশাসনের যেকোনো পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
গত অগাস্ট ও সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসক নিয়োগ প্রক্রিয়ায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর প্রভাব ছিল বলে মনে করেন জনপ্রশাসনের বর্তমান ঊর্ধ্বতনরা। ফলে সেবার ডিসি নিয়োগে কিছুটা বিচ্যুতি ছিল বলেও তাদের উপলব্ধি।