শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচন দ্রুতই অনুষ্ঠিত হবে, আমাদের প্রত্যাশা: ফখরুল

নির্বাচন দ্রুতই অনুষ্ঠিত হবে, আমাদের প্রত্যাশা: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করি- দ্রুত সংস্কারের ঐকমত্য তৈরি হবে। অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে তিনি (প্রধান উপদেষ্টা) আহ্বান জানিয়েছেন, সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশন দিল, সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো এটা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে। একটা ঐকমত্য পৌঁছানোর চেষ্টা করা হবে। সেজন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়