রোববার   ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আসছেন ১৩ মার্চ

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আসছেন ১৩ মার্চ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তোনিও গুতেরেস ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন বলে তার কার্যালয় নিশ্চিত করেছে। তবে বিস্তারিত সূচি এখনো প্রকাশ করা হয়নি।

গত ৭ ফেব্রুয়ারি আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করে প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিলেন তার রোহিঙ্গা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত বিশেষ দূত ড. খলিলুর রহমান।

তার আগে গত ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ হয় ইউনূসের।

জাতিসংঘের মহাসচিব গুতেরেস এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন। সে সময় রোহিঙ্গাদের দুর্দশা নিজের চোখে দেখতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে সঙ্গে নিয়ে তিনি কক্সবাজারেও গিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা ইউনূসের অনুরোধে চলতি বছরের দ্বিতীয়ার্ধে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের আয়োজনে কাতারের রাজধানী দোহায় এই সম্মেলন আয়োজনের বিষয়ে কথা চলছে।
 

সর্বশেষ

জনপ্রিয়