সাভারে আবারও দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি

সাভারে ঢাকা–আরিচা মহাসড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ রোববার বেলা দুইটার দিকে ঢাকায় আসার পথে সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে রাজধানী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেন ডাকাতেরা।
সন্ধ্যায় এ বিষয়ে কথা হয় নাজমুল হাসান নামের বাসটির ভুক্তভোগী এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, রাজধানী পরিবহনের একটি বাসে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। পরে বেলা দুইটার দিকে বাসটি ব্যাংক টাউন এলাকার সেতু পার হলে দুজন যাত্রী নামার জন্য বাসটি থামান। কিন্তু ওই দুজন বাস থেকে নামেননি; বরং আরও তিন থেকে চারজন চাপাতিসহ বাসে ওঠেন। এ সময় তাঁরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন।
নাজমুল হাসান বলেন, ‘ডাকাতেরা মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে সবার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যান। তাঁরা ২৫ থেকে ৩৫ বছর বয়সী যুবক ছিলেন। আমার কাছে থাকা দুটি মুঠোফোনের মধ্যে অ্যান্ড্রয়েড সেটটি তাঁরা নিয়ে গেছেন। আমি টেকনিক্যাল মোড়ে বাস থেকে নেমে যাই। বাসের নম্বরটি ছিল ঢাকা মেট্রো ব-১৩০৪৯৮। বাস থেকে নেমে আমি টেকনিক্যাল মোড়ের পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানাই। আমার মুঠোফোনের জন্য আমি থানায় জিডি করব।’
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, ‘সাভারে রাজধানী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে আমরা এখনো বাসের চালক বা হেলপারকে পাইনি। এক যাত্রীর সঙ্গে কথা হয়েছে, তাঁর মুঠোফোন আর টাকা ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনাটি ছিনতাই, নাকি ডাকাতি অনেক সময় সাধারণ যাত্রীরা বুঝতে পারেন না। বাসের চালক-হেলপার এলে তাঁদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।’
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি একই এলাকায় একটি বাসে যাত্রী ওঠানোর সময় কয়েকজন ছিনতাইকারী যাত্রীদের অস্ত্র দিয়ে আঘাত করে মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়।