দেশজুড়ে বৃষ্টির আভাস

কয়েক দিনের মতো রোববারও ঢাকায় যে মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তার মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কেবল ঢাকা নয়, দেশের সবখানেই কম-বেশির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। তিনি বলেছেন, “আরও দু-একদিন আবহাওয়ার এমন প্রবণতা থাকবে এবং এটি বাড়বে। এই সময়ে প্রায় দিনই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।
“কিন্তু দু-একদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে এসে তাপমাত্রা বাড়বে।”
আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে বা বৃষ্টি হতে পারে। অনেক স্থানে বৃষ্টি হতে পারে বজ্রসহ।
বৃষ্টি ঝরলেও সারাদেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে, ৮৯ মিলিমিটার। এছাড়া কক্সবাজারে ৩৮ মিলিমিটার, ভোলায় ৩২ মিলিমিটারসহ দেশের বেশ কিছু স্থানে কম-বেশি বৃষ্টি ঝরেছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।