বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ১৬ মার্চ ২০২৪

আপডেট: ০৯:৪৩, ১৭ মার্চ ২০২৪

দিলেন আত্মহত্যা প্রতিরোধ বার্তা, কয়েকদিন পর নিজে সে পথ বেছে নিলেন

দিলেন আত্মহত্যা প্রতিরোধ বার্তা, কয়েকদিন পর নিজে সে পথ বেছে নিলেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীকে সহায়তায় জন্য গত ২৮ ফেব্রুয়ারি সংগীত দল ‘চান্দের গাড়ি’ আয়োজিত কনসার্টে উপস্থাপনা করেছিলেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। কনসার্টে উপস্থিত হাজারো শিক্ষার্থীকে আত্মহত্যা প্রতিরোধের বার্তা দেন তিনি। কিন্তু কয়েক দিনের মধ্যে নিজেই আত্মহননের পথ বেছে নিলেন অবন্তিকা। কেনোই বা তিনি এ পথ বেছে নিলেন।

গতকাল শুক্রবার রাতে  কুমিল্লা শহরে বাড়িতে আত্মহত্যার আগে ফেসবুকে একটি পোস্ট দেন অবন্তিকা। তাতে সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। ওই পোস্টে সহকারী একজন প্রক্টরের বিরুদ্ধে ছেলেটির পক্ষ নিয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেছেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন অবন্তিকা। বিশ্ববিদ্যালয়ে অবন্তিকার বন্ধু ও সহপাঠীরা বলেছেন, পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে তাঁর সরব উপস্থিতি ছিল। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অবন্তিকা উপস্থাপনা করতেন হাসিমুখে।

সহপাঠী জান্নাতুল ফেরদৌস বলেন, অবন্তিকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করতেন। ক্যাম্পাসের কুকুর-বিড়ালদের খাবার দিতেন। বিপদে পড়লে উদ্ধার করতেন।

জান্নাতুল আরও বলেন, অবন্তিকা খুব হাসিখুশি ছিলেন। প্রথম সেমিস্টারে তিনি বিভাগে প্রথম হয়েছিলেন। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থাকতেন সব সময়। পড়াশোনায় ভালো হওয়ায় শিক্ষকেরা তাঁকে স্নেহ করতেন।

যদি বিভাগীয়ভাবে সমস্যাটির সমাধান হতো তাহলে হয়তো অবন্তিকা আত্মহননের পথ বেছে নিতেন না, বলে মনে করেন তাঁর সহপাঠী ও বন্ধুরা।

কুমিল্লা জেলার প্রত্যন্ত শিক্ষার্থীদের কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কাজ করতে চাইতেন অবন্তিকা। পাশাপাশি মেন্টাল হ্যারাসমেন্ট (মানসিক নিপীড়ন) নিয়ে অনেক কাজ করেছিলেন। কিন্তু তিনি নিজে যে গত দুই বছর থেকে হ্যারাসমেন্টের মধ্যে যাচ্ছেন, তা আমরা বুঝে উঠতে পারিনি।’

বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সঙ্গে জড়িত তারেক হাসান বলেন, ‘প্রক্টর অফিস থেকে বারবার হ্যারেজমেন্টের শিকার হচ্ছেন বলেছিলেন আপু। ক্যাম্পাসে ফিরে এবার উপাচার্যের কাছে আবেদন করবেন বলেছিলেন। কিন্তু এর মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায়।’

বাংলাদেশ বেতারেও অবন্তিকা উপস্থাপনা করতেন অবন্তিকা। তাকে নিশ্চয়ই এমন যন্ত্রণা দেওয়া হয়েছে, যা সহ্য করতে পারেননি।

সর্বশেষ

জনপ্রিয়