ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিজয় দিবস উদযাপন
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে কর্মসূচি শুরু হয়।
এছাড়া কলেজ মাঠে টি-২০ ক্রিকেট ম্যাচ ও কলেজ অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বাস্তবায়নে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ কাজ সঠিক এবং সুন্দরভাবে করার উপর গুরুত্ব আরোপ করেন। পরিশেষে তিনি অভিভাবকমণ্ডলী, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।