বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১১:৪৫, ৬ নভেম্বর ২০২৪

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণে রিপাবলিকানরা

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে পার্লামেন্ট ও গভর্নর নির্বাচন। এপির সূত্রে জানা যায়, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টা) উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের মধ্যে রিপাবলিকান পার্টি পেয়েছে ৫১টি আসন। আর ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪২টি আসন। 

পশ্চিম ভার্জিনিয়া এবং ওহায়োতে জয়লাভ করে রিপাবলিকানরা মার্কিন সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, যা নিশ্চিত করেছে যে আগামী বছর কংগ্রেসের অন্তত এক শাখা তাদের হাতে থাকবে।

পশ্চিম ভার্জিনিয়ায় রিপাবলিকান জিম জাস্টিস সিনেটের একটি খালি আসন জিতে নেন, যা আগে ডেমোক্র্যাট জো ম্যানচিনের ছিল। ওহায়োতে রিপাবলিকান বার্নি মোরেনো ডেমোক্র্যাট শেররড ব্রাউনকে পরাজিত করেন। এই দুটি জয় নিশ্চিত করেছে যে রিপাবলিকানদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ থাকবে।

এছাড়া, রিপাবলিকানরা হাউসে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে তিনটি আসন ডেমোক্র্যাটদের কাছ থেকে দখল করেছে। অন্যদিকে, ডেমোক্র্যাটরা আলাবামায় রিপাবলিকানদের একটি আসন জিতে নেয়। টেক্সাসে, রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ পুনঃনির্বাচনে ডেমোক্র্যাট কলিন অলরেডকে হারিয়েছেন।

সিনেটে প্রথমবারের মতো দুইজন কৃষ্ণাঙ্গ নারী একসাথে কাজ করবেন। গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাট অ্যাঞ্জেলা আলসোব্রুকস মেরিল্যান্ডে এবং লিসা ব্লান্ট রোচেস্টার ডেলাওয়্যারে জয়ী হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়