বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রাহায়ণ ১৪৩১

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ১১:২১, ১৫ নভেম্বর ২০২৪

টিকা-বিরোধী কেনেডিকেই স্বাস্থ্যসচিব করছেন ট্রাম্প

টিকা-বিরোধী কেনেডিকেই স্বাস্থ্যসচিব করছেন ট্রাম্প

টিকা নিলে শরীর খারাপ হয়’ তত্ত্বের প্রবক্তা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দফতরের মাথায়  বসাচ্ছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই প্রশাসনিক স্তরে একাধিক নিয়োগ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনে স্বাস্থ্য এবং পরিষেবামূলক দফতরের দায়িত্বে থাকবেন কেনেডি।  বহু বার তাঁকে বলতে শোনা গিয়েছে, টিকা নিলে অটিজম এবং অন্য শারীরিক অসুস্থতায় আক্রান্ত হতে হয়। আমেরিকার স্বাস্থ্যসচিব হিসাবে তাই কেনেডি জুনিয়রকে নিযুক্ত করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কেনেডি জুনিয়রের অন্য একটি পরিচয়ও আছে। তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো। তাঁর বাবা রবার্ট এফ কেনেডি একদা যুক্তরাষ্ট্রের অ্যার্টনি জেনারেল ছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের বিরোধিতা করে কেনেডি জুনিয়র প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে নেমেছিলেন। প্রথমে নির্দল প্রার্থী হিসাবে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে থাকলেও পরে নিজেকে সরিয়ে নেন তিনি এবং রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে সমর্থন জানান।

একাধিক নির্বাচনী জনসভা থেকে ট্রাম্প জানিয়েছিলেন যে, কেনেডিকে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যের বিষয়টি দেখার দায়িত্ব দিতে চান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে সেই কথাই রাখলেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে কেনেডি জুনিয়রকে নিয়োগ করার কথা জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি লেখেন, “বহু দিন ধরে আমেরিকার বাসিন্দারা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির ভুল তথ্যের দ্বারা বিভ্রান্ত।” কেনেডি জুনিয়রের প্রশংসা করে ট্রাম্পের সংযোজন, “উনি অতিমারির অবসান ঘটাবেন। আমেরিকাকে আবার মহান এবং স্বাস্থ্যবান করে তুলবেন।”

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন কেনেডি জুনিয়রও। ট্রাম্পের মন্তব্য অনুসরণ করে তিনি বলেন, “আমরা দু’জনে আবার আমেরিকাকে স্বাস্থ্যবান করে তুলব। আমেরিকার বাসিন্দাদের স্বচ্ছতার সঙ্গে সব তথ্য তুলে দেব, যাতে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করতে পারেন।”

সর্বশেষ

জনপ্রিয়