আসাদের পতনে ট্রাম্পের প্রতিক্রিয়া
বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহীরা। এদিকে আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে। আসাদ সরকারের পতনের পর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার একটি পোস্টে ট্রাম্প বলেছেন, রাশিয়ার সমর্থন হারানোর পরেই আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। তার পতন হয়েছে। ভ্লাদিমির পুতিন নেতৃত্বাধীন রাশিয়া আসাদকে রক্ষা করতে আর আগ্রহী নয়।
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। দেশটি আমাদের বন্ধু নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে, তাদের লড়তে দিন। এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই।
উল্লেখ্য, রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার গণমাধ্যম সূত্রে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির সিরিয়া-ইসরায়েল সীমান্তে তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে। এটি ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো ঘটছে। এ পদক্ষেপ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কায় নেওয়া হয়েছে।