বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ১০:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টার মারা গেছেন।

রোববার বিকালে জর্জিয়ার প্লেইনসে নিজ বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছে তার প্রতিষ্ঠিত কার্টার সেন্টার।

একসময়ের চিনাবাদাম কৃষক কার্টার ইতিহাসের যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি দিন বেঁচে ছিলেন; গত অক্টোবরে শত বছর পারি দেন তিনি।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষায়, জিমি কার্টার ছিলেন ‘অসাধারণ এক নেতা’।

এই ডেমোক্র্যাট ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, যখন অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটে জর্জরিত ছিল যুক্তরাষ্ট্র।

বিবিসি লিখেছে, জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউজ ত্যাগ করলেও তিনি মানবিক কাজের মাধ্যমে সুনাম পুনরুদ্ধার করতে সক্ষম হন। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

১৯২৪ সালের ১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে জন্মগ্রহণ করেন। ১৯৪৬ সালে ইউএস ন্যাভাল একাডেমি থেকে গ্রাজুয়েট করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবমেরিন সার্ভিসে যোগ দেন তিনি।

জিমি কার্টারের ছেলে চিপ কার্টার এক বিবৃতিতে বলেছেন, "আমার বাবা একজন বীর ছিলেন, কেবল আমার কাছে নয়- শান্তি, মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাসী সবার কাছে। তিনি যেভাবে মানুষকে একত্রিত করেছিলেন, তাতে পুরো বিশ্ব আমাদের পরিবার হয়ে উঠেছে। এই ঐক্য ধরে রেখে তার স্মৃতিকে সম্মান জানানোর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই।"

জিমি কার্টার ৪ সন্তান ও ১১ নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর স্ত্রী রোসালিন ২০২৩ সালের নভেম্বরে মারা যান।

সর্বশেষ

জনপ্রিয়