এমন ক্রিকেটই আমরা দেখতে চাই সব সময়
ওয়েস্ট ইন্ডিজ তখন ধুঁকছে। ৪৮ বলে পেরোতে হবে ১০৮ রানের পর্বত। হাতে মাত্র ৪ উইকেট থাকায় লক্ষ্যটা সেন্ট ভিনসেন্টের শীর্ষ চূড়া লা সুফিয়েরের চেয়েও দূর্লঙ্ঘ্য মনে হচ্ছিল। ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ তখন মাইক্রোফোন হাতে। অনেকটাই বক্তৃতার সুরে যা বললেন তাঁর সারসংক্ষেপ এমন, বাংলাদেশের এই দলটাই ভবিষ্যত। প্রতিভার ছড়াছড়ি। বোলিং ইউনিটটি অবিশ্বাস্য। কোচ ফিল সিমন্সকে সময় দিন। ভাবুন, এগোতে চাইলে এটাই ভিত। এখন না হলে আর কখনোই নয়!
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮