বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১

খেলা বিভাগের সব খবর

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রেকর্ড গড়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রেকর্ড গড়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পুঁজি মাত্র ১২৯ রানের। এত কম রান নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ, তা হয়তো ভক্তদের অনেকেই ভাবেননি। তবে শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টির মতো আরও একটি দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথমবার সিরিজ জিতেছিল ২০১৮ সালে। তিন ম্যাচের ওই সিরিজ টাইগাররা জেতে ২-১ ব্যবধানে। তিন ম্যাচের সিরিজটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছিল, সেগুলো হয়েছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে। নিজেদের মাঠের ম্যাচটি জিতেছিল ক্যারিবীয়রা।

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪