রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩, ২৮ জুন ২০২৪

ইংল্যান্ডনকে ১৭২ রানের টার্গেট দিল ভারত

ইংল্যান্ডনকে ১৭২ রানের টার্গেট দিল ভারত

চমৎকার ব্যাটিংয়ে ফের আলো ছড়ালেন রোহিত শার্মা। অধিনায়কের টানা দ্বিতীয় ফিফটিতে বড় সংগ্রহের ভিত পেল ভারত। সঙ্গে সুরিয়াকুমার ইয়াদাভ খেললেন কার্যকর ইনিংস। তাতে গায়ানার মন্থর ও অসম বাউন্সের উইকেটে লড়ার মতো পুঁজি গড়ল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমি-ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭১ রান করেছে ভারত।

পাওয়ার প্লেতে ভিরাট কোহলি ও রিশাভ পান্তকে ফিরিয়ে ভারতকে চেপে ধরে ইংল্যান্ড। সেই চাপ সামাল দিয়ে দলকে কক্ষপথে রাখেন রোহিত ও সুরিয়াকুমার। দুইজনে গড়েন ৭৩ রানের জুটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ রান করা রোহিত শিরোপাধারীদের বিপক্ষে করেন ৫৭ রান। সুরিয়াকুমারের ব্যাট থেকে আসে ৪৭ রান। ঝড় তোলার মঞ্চে দাঁড়িয়ে ১৩ বলে ২৩ রান করেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন ক্রিস জর্ডান। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো এই পেসার ৩৭ রানে নেন ৩ উইকেট। একটি করে প্রাপ্তি রিস টপলি, জফ্রা আর্চার, স্যাম কারান ও আদিল রাশিদের।

ওভারের পঞ্চম বলে ছক্কার চেষ্টায় ওড়ান আকসার। কিন্তু টাইমিং হয়নি ঠিকঠাক। লং-অনে সহজ ক্যাচ ধরেন ফিল সল্ট। ৬ বলে ১০ রান করে ফেরেন আকসার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৭১/৭ (রোহিত ৫৭, কোহলি ৯, পান্ত ৪, সুরিয়াকুমার ৪৭, পান্ডিয়া ২৩, জাদেজা ১৭*, দুবে ০, আকসার ১০, আর্শদিপ ১*; টপলি ৩-০-২৫-১, আর্চার ৪-০-৩৩-১, কারান ২-০-২৫-১, রাশিদ ৪-০-২৫-১, জর্ডান ৩-০-৩৭-৩, লিভিংস্টোন ৪-০-২৪-০)

সর্বশেষ

জনপ্রিয়