শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ৩০ জুন ২০২৪

আপডেট: ১০:৫১, ৩০ জুন ২০২৪

রোহিত-কোহলির টি-২০ থেকে অবসর

হয়তো এর থেকে ভালো বিদায় জানাতে পারতাম না: আবেগপ্রবণ হার্দিক

হয়তো এর থেকে ভালো বিদায় জানাতে পারতাম না: আবেগপ্রবণ হার্দিক

রোহিত শর্মা ও বিরাট কোহলি এই দুই তারকার অবসর ঘোষনার পর বিশ্ব ক্রিকেট থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে। এই পর্বে দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও খোলাখুলি নিজের মত প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে, ‘আমরা সবাই এই দুই কিংবদন্তীকে মিস করব, তবে আমরা তাদের এর চেয়ে ভালো বিদায় দিতে পারতাম না।’


রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর

একদিকে যেখানে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা আনন্দে লাফিয়ে উঠছিলেন, অন্যদিকে তখন দুটো খবর তাদের কিছুটা হতাশ করেছিল। আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ চ্য়াম্পিয়ন হওয়ার পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা অবসরের ঘোষণা করেন, যা ভক্তদের অবাক করে দিয়েছিল। প্রথমে, বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরষ্কার পাওয়ার সময় তার অবসর ঘোষণা করেছিলেন এবং তারপরে রোহিত শর্মাও সাংবাদিক সম্মেলনের সময়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন।

এই দুই তারকার অবসরের পর বিশ্ব ক্রিকেট থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে। এই পর্বে দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও খোলাখুলি নিজের মত প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে, ‘আমরা সবাই এই দুই কিংবদন্তীকে মিস করব, তবে আমরা তাদের এর চেয়ে ভালো বিদায় দিতে পারতাম না।’

রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে কী বললেন হার্দিক পান্ডিয়া?

হার্দিক পান্ডিয়ার একটি ভিডিয়ো এএনআই পোস্ট করেছে, এই ভিডিওতে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে কথা বলেছেন তিনি। এই সময়ে হার্দিক বলেন, ‘২০২৬ এখনও অনেক সময় দূরে রয়েছে। আমি রোহিত এবং বিরাট উভয়ের জন্যই খুব খুশি... ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। এক প্রকারের এটা ওদের প্রাপ্য। এই জয়টা তাদের জন্য অনেক ভালো ছিল। এত বছর ধরে তাদের সঙ্গে খেলা, আমরা সবাই তাকে মিস করব, কিন্তু একই সঙ্গে, আমরা তাদের এভািবেই সেরা বিদায় দিতে পারি।’

রোহিত শর্মার টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি দলের পুরো অধিনায়কত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে। গত বছর রোহিত শর্মার অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। এই বিশ্বকাপে দলের সহ-অধিনায়কও ছিলেন তিনি।

কেমন ছিল অধিনায়ক হিসেবে রোহিত শর্মার যাত্রা?

রোহিত শর্মা তার ৫০ তম জয় দিয়ে তার টি-টোয়েন্টি অধিনায়কত্বের কেরিয়ার শেষ করেছেন। প্রথম অধিনায়ক হিসেবে এই ফর্ম্যাটে জয়সূচক হাফ সেঞ্চুরি করলেন তিনি। এই তালিকায় তার পরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, যিনি তার মেয়াদে দলকে ৪৮টি ম্যাচ জিতিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়