১ ঘন্টা বা ১ মিনিটেই অধিকাংশ পাসওয়ার্ড ক্র্যাক করা সম্ভব: গবেষণা
১৯৩ মিলিয়ন পাসওয়ার্ড নিয়ে ক্যাস্পারস্কির করা একটি গবেষণার থেকে জানা গেছে, প্রতি দশটি পাসওয়ার্ডের মধ্যে মাত্র দুটি নিরাপদ। অধিকাংশ পাসওয়ার্ড এক ঘণ্টার মধ্যে ক্র্যাক (পাসওয়ার্ড অনুমান) করা সম্ভব, আবার অনেক পাসওয়ার্ড আছে যেগুলো মাত্র এক মিনিটেই ক্র্যাক করা সম্ভব। এসব পাসওয়ার্ড ক্র্যাক করার খরচও খুবই সামান্য। ডার্ক ওয়েব এবং টেলিগ্রাম চ্যানেলে সাইবার ক্রাইমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সপ্তাহে মাত্র ৮৫ ডলারে বিক্রি করা হয়, যার মধ্যে রয়েছে প্রোগ্রাম, ক্লাউড সার্ভার এবং সম্ভাব্য ভুক্তভোগীদের তথ্য।