মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ১২:১২, ২৮ মার্চ ২০২৪

মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্ব নিলেন পবন দাভুলুরি

মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্ব নিলেন পবন দাভুলুরি

মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্ব নিলেন মাদ্রাজ আইআইটির প্রাক্তন ছাত্র পবন দাভুলুরি। এর আগে গুগলের দায়িত্ব নিতে দেখা গিয়েছিল আরেক ভারতীয় সুন্দর পিচাইকে। গুগলের সিইও হিসেবে এখন দায়িত্ব পালন করছেন তিনি।

মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্বে আসা পবন দাভুলুরি এর আগে মাইক্রোসফট উইন্ডোর সারফেস ডিপার্টমেন্টটি দেখতেন। গত বছর মাইক্রোসফট উইন্ডো প্রধানের পদ ছেড়ে আমাজনে যোগ দিয়েছিলেন সিইও পানস পানয়। তার জায়গায় দায়িত্ব গ্রহণ করলেন এ ভারতীয়।

পবন দাভুলুরি এখন থেকে মাইক্রোসফট সারফেস ও উইন্ডোজ দুটি ডিপার্টমেন্টেই দায়ত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৩ বছর ধরে মাইক্রোসফট উইন্ডোতে কাজ করছেন পবন দাভুলুরি। মূলত মাইক্রোসফট উইন্ডোজে প্রসেসর তৈরির কাজে পবনের বিশেষ দক্ষতা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পবনের অভিজ্ঞতা বিশেষ কাজে দেবে বলে মনে করা হচ্ছে।

মাইক্রোসফটের 'এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ডিভাইসেস' বিভাগের প্রধান রাজেশ ঝা জানিয়েছেন, মাইক্রোসফট উইন্ডোর প্রধান হিসাবে পবন দাভুলুরিকে নিয়ে আসা একটি যুগান্তকারী পদক্ষেপ। এরফলে উইন্ডোজের গ্রাহক সংখ্যা আরও বাড়বে।

আইআইটি মাদ্রাস থেকে স্নাতক হিসেবে পাস করার পর মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পবন।

সর্বশেষ

জনপ্রিয়