মুডি’স রেটিংয়ে বাংলাদেশের ঋণমান এক ধাপ নামলো, ৬টি ভালো ব্যাংকও নেতিবাচক অবস্থানে
বাংলাদেশের সার্বভৌম ঋণমান এক ধাপ অবনমনের পর এবার বেসরকারি খাতের ছয়টি ভালো ব্যাংকের দীর্ঘমেয়াদি আমানতের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করে দিয়েছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’স। এ ব্যাংকগুলো হলো ব্র্যাক, সিটি, ডাচ্-বাংলা, ইস্টার্ন, মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংক। দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে কেবল এ ছয়টি ব্যাংকেরই মুডি’স রেটিং রয়েছে। ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর অফিস থেকে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।